প্রকাশিত: Thu, Dec 14, 2023 6:32 PM আপডেট: Sat, Dec 6, 2025 3:59 PM
[১] টাঙ্গাইলে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২
আব্দুল লতিফ তালুকদার,ভূঞাপুর (টাঙ্গাইল):
[২] টাঙ্গাইলের
কালিহাতীতে রেললাইন পাড় হতে গিয়ে
ট্রেনের ধাক্কায়
দুইজন নিহত
হয়েছেন।
[৩] বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা ও হাতিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
[৪] নিহতরা হলেন- উপজেলার সল¬া ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন ও একই ইউনিয়নের সল¬া গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল। তারমধ্যে দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যান চালক ও সামছুল রিকশা চালক।
[৫] স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল¬া এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিল। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা হয়। পরে খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
[৬] অপরদিকে, সামছুলের মরদেহ ঘটনাস্থলে রেললাইনের পাশে পড়ে থাকে। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দেলোয়ার হোসেন বাড়িতে গিয়ে তাদের মরদেহের সুরতহাল করে পুলিশ।
[৭] এ ঘটনায় টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিহত হয়।